এক রাতে পাঁচবার জায়গা বদল করলেন মার্কিন রাষ্ট্রদূত

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করায় তাকে রাতের বেলায় পাঁচবার আশ্রয়স্থলে যেতে হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন।
‘ইসরায়েলে এই রাত তীব্র রাত ছিল’, শনিবার সকালে দেশটিতে থাকা হাকাবি এক্স-এর এক পোস্টে এ কথা বলেছেন।
হাকাবি আরও যোগ করেছেন, প্রতি শনিবার ইহুদিদের বিশ্রামের দিন পালিত হয়, এ সময় সব শান্ত থাকা উচিত, তবে ‘সম্ভবত তা হবে না।’
বুধবার, মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগ ইসরায়েলের আক্রমণ শুরু করার দুই দিন আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থান থেকে অপ্রয়োজনীয় কর্মীদের প্রস্থানের ব্যবস্থা করেছিল।
কে এই মাইক হাকাবি?

গত বছরের নভেম্বরে জেরুজালেম-ভিত্তিক পদের জন্য ডোনাল্ড ট্রাম্প আরকানসাসের প্রাক্তন গভর্নরকে মনোনীত করেছিলেন। তিনি ইসরায়েলের একজন শক্তিশালী সমর্থক ছিলেন, এক সময় যুক্তি দিয়েছিলেন যে, ‘ফিলিস্তিনি বলে কিছু নেই’।