গাজায় ভয়াবহ জ্বালানি সংকটে মানুষের জীবন ঝুঁকিতে : জাতিসংঘ

অবরুদ্ধ গাজা উপত্যকায় জ্বালানি সংকট ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ফলে অপরিহার্য পরিষেবাগুলো বন্ধ হয়ে প্রায় ২১ লাখ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে। আজ শনিবার (১২ জুলাই) এই বিষয়ে সতর্কতা জারি করেছে জাতিসংঘ। খবর আলজাজিরার।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এক বিবৃতিতে জানিয়েছে, যখন জ্বালানি শেষ হয়ে যায়, তখন এটি অনাহারের দ্বারপ্রান্তে থাকা জনগোষ্ঠীর ওপর অসহনীয় নতুন বোঝা চেপে বসে।
জাতিসংঘ জ্বালানিকে ‘গাজায় বেঁচে থাকার মেরুদণ্ড’ হিসেবে উল্লেখ করেছে। তারা বলছে, এই জ্বালানি দিয়েই রুটি তৈরির বেকারিগুলো চলে। হাসপাতাল, পানি সরবরাহ ব্যবস্থা, স্যানিটেশন নেটওয়ার্ক ও অ্যাম্বুলেন্সগুলো সচল থাকে। এছাড়া গাজা উপত্যকা জুড়ে অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনেও জ্বালানির ব্যবহার অপরিহার্য।

বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, জীবন রক্ষাকারী কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে এবং ধারাবাহিকভাবে গাজায় জ্বালানি প্রবেশের অনুমতি দিতে হবে।
গাজায় চলমান এই জ্বালানি সংকট সেখানকার মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। একইসঙ্গে মানুষের জীবনরক্ষাকারী সেবাগুলো মারাত্মক হুমকির মুখে পড়ছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করছে জাতিসংঘ।