শিক্ষককে দায়ী করে ‘মৃত্যু’ বেছে নিলেন মেডিকেল ছাত্রী

ভারতের উত্তর প্রদেশের শারদা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে আত্মহত্যা করেছেন এক মেডিকেল ছাত্রী। জ্যোতি শর্মা নামের ওই শিক্ষার্থী ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন।
গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। খবর এনডিটিভির।
এই ঘটনা জানাজানি হওয়ার পরপরই ক্যাম্পাসে তীব্র প্রতিবাদ শুরু হয়। বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। অভিযুক্ত দুই শিক্ষক মহিন্দর ও শায়রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি গৌতম বুদ্ধ নগরের নলেজ পার্ক থানায় নথিভুক্ত করা হয়েছে।
শারদা বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এই ঘটনার কারণ খুঁজে বের করতে এবং ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনা এড়াতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, তা সুপারিশ করার জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তকারী আইনশৃঙ্খলা সংস্থাগুলোকেও সবরকম সহযোগিতা করছে বলে জানানো হয়ে। সূত্র বলছে, অভিযুক্ত ওই দুই শিক্ষককে ইতোমধ্যেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এনডিটিভির প্রাপ্ত সুইসাইড নোট থেকে জানা গেছে, জ্যোতি শর্মা মৃত্যুর জন্য পিসিএস এবং ডেন্টাল মেটেরিয়াল বিভাগের শিক্ষকদের দায়ী করেছেন। তিনি নোটে ওই দুই শিক্ষকের নাম উল্লেখ করে বলেন, তাদের হয়রানির কারণেই তিনি আত্মহত্যা করছেন।

জ্যোতি তার শেষ বার্তায় লিখেছেন, তিনি চান ওই দুই শিক্ষক যেন জেলে যান। তিনি নোটে লিখেন, ‘তারা আমাকে মানসিকভাবে হয়রানি করেছে। তারা আমাকে অপমান করেছে। দীর্ঘ সময় ধরে তাদের কারণে আমি মানসিক চাপে ছিলাম। আমি চাই তারাও একই পরিস্থিতির মুখোমুখি হোক। আমি দুঃখিত। আমি আর এভাবে বাঁচতে পারছি না। আমি পারছি না।’
গ্রেটার নয়ডার অতিরিক্ত ডেপুটি কমিশনার অব পুলিশ সুধীর কুমার জানান, ওই ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। খবর পেয়েই ছাত্রীর পরিবারের সদস্যরা হোস্টেলে ছুটে আসেন। পুলিশ তাদের সঙ্গে কথা বলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রুম থেকে প্রমাণ সংগ্রহের জন্য ফরেনসিক টিমকেও ডাকা হয়।
সম্প্রতি ওড়িশার একটি কলেজেও এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে এক ছাত্রী নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর হয় তার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গ্রেটার নয়ডায় একই ধরনের ঘটনা ঘটল।