নোটের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ, ভারতে ২ শিক্ষক গ্রেপ্তার

নোট শেয়ারের প্রলোভন দেখিয়ে সখ্য গড়ে তুলে এক কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফিজিক্স (পদার্থবিজ্ঞান) ও বায়োলজির (জীববিজ্ঞান) দুজন শিক্ষক এবং তাদের একজন বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের বেঙ্গালুরুর একটি বেসরকারি কলেজে এমন ঘটনা ঘটেছে।
আজ সোমবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দুজন শিক্ষক ও তাদের একজন বন্ধু মিলে ছাত্রীটিকে একাধিকবার ধর্ষণ করেন। গ্রেপ্তার দুই কলেজ শিক্ষক হলেন ফিজিক্সের লেকচারার নরেন্দ্র ও বায়োলজির লেকচারার সন্দীপ। গ্রেপ্তার অপর ব্যক্তির নাম অনুপ।

নরেন্দ্র প্রথমে ওই ছাত্রীকে অ্যাকাডেমিক নোট দেওয়ার কথা বলে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে ছাত্রীকে অনুপের বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। কদিন পর নরেন্দ্রর কাছে থাকা ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছাত্রীটিকে ধর্ষণ করেন আরেক শিক্ষক সন্দীপ। পরবর্তীতে অনুপও সিসি ক্যামেরার ফুটেজের কথা বলে ছাত্রীটিকে জিম্মি করেন।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, মানসিকভাবে বিপর্যস্ত ওই ছাত্রী পুরো ঘটনাটি বাবা-মাকে জানান। পরে পরিবার কর্ণাটকে নারী কমিশনের দারস্ত হয় এবং মারাঠাহল্লি থানায় অভিযোগ করে।