অগ্নিদগ্ধদের চিকিৎসা সহায়তায় আসছে ভারতীয় চিকিৎসক দল

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ ব্যক্তিদের চিকিৎসা সহায়তায় ভারতীয় বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল শীঘ্রই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
আজ বুধবার (২৩ জুলাই) ঢাকার ভারতীয় হাইকমিশনের ভেরিভায়েড ফেসবুক পেইজে একটি পোস্টে এ তথ্য জানানো হয়।
ভারতীয় হাইকমিশনের পোস্টে বলা হয়েছে, ২১ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছিলেন এবং সহায়তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।
অগ্নিদগ্ধ ব্যক্তিগণের চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিয়ে অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল শীঘ্রই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তারা রোগীদের অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে ভারতে আরও চিকিৎসা এবং বিশেষায়িত সেবার জন্য সুপারিশ করবেন। তাঁদের প্রাথমিক মূল্যায়ন এবং চিকিৎসার ওপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসা দলও পৌঁছতে পারে।
উল্লেখ্য, রাজধানীর তেজগাঁও বিএএফ ঘাঁটি (পুরোনো বিমানবন্দর) থেকে যুদ্ধবিমানটি উড্ডয়নের পরপরই সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে উত্তরার মাইলস্টোনে স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের ওপর আছড়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্ধারের কাজ শুরু করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। এরমধ্যে নিহতদের পরিবারের কাছে ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে দেড় শাতাধিক চিকিৎসাধীন আছেন।