গাজায় বোমা হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত

গাজার দক্ষিণাঞ্চলে হামাসের যোদ্ধাদের বোমা হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আজ রোববার (২৭ জুলাই) ইসরায়েলি সামরিক বাহিনী এই খবর জানিয়েছে। এর আগে গত সপ্তাহে আহত আরও এক সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। খবর এএফপির
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) লেখেন, আমরা তিনজন তরুণ বীরকে হারিয়েছি – আমাদের সেরা কিছু যোদ্ধাকে – যারা আমাদের দেশের নিরাপত্তা এবং সব জিম্মিকে ফিরিয়ে আনতে নিজেদের জীবন দিয়েছেন।
নিহত দুই সেনার বয়স ছিল ২০ ও ২২ বছর। তারা ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ইনফ্যান্ট্রি ব্রিগেডের একটি ইউনিটে কাজ করতেন। ইসরায়েলি সামরিক সূত্রের খবর অনুযায়ী, খান ইউনিস শহরে তাদের একটি সাঁজোয়া যান বিস্ফোরিত হয়ে সেনারা নিহত হন।

বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা একজন যোদ্ধার হাতে তৈরি বোমা হামলায় এই ঘটনা ঘটে। ঘটনার তদন্ত চলছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ২০২৩ সালের ২৭ অক্টোবর গাজায় তাদের স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৪৬২ জন সেনা নিহত হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। ওই হামলায় সরকারি হিসাব অনুযায়ী, ১ হাজার ২১৯ ইসরায়েলি নিহত হয়েছিলেন। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অন্যদিকে, হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫৯ হাজার ৭৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই সাধারণ মানুষ।