গাজা পুনর্দখলের ইসরায়েলি ঘোষণা : জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা শহরের পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা ঘোষণা করার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।
স্থানীয় সময় শনিবার (৯ আগস্ট) রাত ৮টায় নিউ ইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ও পানামা ব্যতীত সব সদস্যই এই বৈঠকের জন্য অনুরোধ করেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলি সরকারের গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার এই সিদ্ধান্তে গভীরভাবে উদ্বিগ্ন গুতেরেস।
মুখপাত্র বলেন, এই সিদ্ধান্ত বিপজ্জনক, এটি লাখ লাখ ফিলিস্তিনিদের জন্য ইতিমধ্যেই বিপর্যয়কর পরিণতি আরও গভীর করার ঝুঁকি তৈরি করবে।

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে গাজা দখলের এই পরিকল্পনা নেওয়া হয়, যেখানে নেতানিয়াহু গাজা পুরোপুরি পুনর্দখলের পক্ষে জোর দেন। তবে, তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসরায়েলের বিরোধী দল ও গাজায় আটকে থাকা জিম্মিদের পরিবার বিক্ষোভ করেছে।