গাজায় আরও ৫১ ফিলিস্তিনির মৃত্যু, নিহত বেড়ে ৬১৯০০

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৬১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার (১৫ আগস্ট) তাদের দৈনিক আপডেটে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জন নিহত ও ৩৬৯ জন আহত হয়েছেন। এর ফলে যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৫ হাজার ২৭৫ জনে।
ইসরায়েলি অবরোধের কারণে গাজায় খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত কারণে মৃত্যুর সংখ্যা বাড়ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনাহারে এ পর্যন্ত মোট ২৪০ জন মারা গেছেন, যার মধ্যে ১০৭ জনই শিশু। সম্প্রতি এক তরুণীও অনাহারে মারা গেছেন বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া বেসামরিক নাগরিকদের উদ্ধারে কাজ করা দলগুলো ইসরায়েলি বোমাবর্ষণ ও উদ্ধার সরঞ্জামের অভাবে চরম বাধার সম্মুখীন হচ্ছে।
গত ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে সামরিক আক্রমণ শুরু করলে এ পর্যন্ত ১০ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত ও ৪৩ হাজার ২৩৪ জন আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী মানবিক সাহায্য নিতে আসা ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে। গত একদিনেই এমন হামলায় ১৭ জন নিহত ও ২৫০ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে এ ধরনের হামলায় নিহত হয়েছেন মোট এক হাজার ৮৯৮ জন ও আহত হয়েছেন ১৪ হাজার ১১৩ জন।

আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়াও, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যার মামলারও মুখোমুখি।