যুক্তরাষ্ট্রে সব ধরনের ডাক পরিষেবা বন্ধ ঘোষণা ভারতের

মার্কিন শুল্ক নিয়মে পরিবর্তনের কারণে আগামী ২৫ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে সব ধরনের ডাক পরিষেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভারত। শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে ভারতের ডাক অধিদপ্তর।
বিবৃতিতে জানানো হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী আগামী ২৯ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব আন্তর্জাতিক ডাক পণ্যের ওপর শুল্ক আরোপিত হবে। এই শুল্ক দেশটির আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ)-এর শুল্ক কাঠামো অনুযায়ী নির্ধারিত হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ৩০ জুলাই জারি করা নির্বাহী আদেশ নং ১৪৩২৪ অনুযায়ী, এখন থেকে ৮০০ ডলার পর্যন্ত মূল্যের আমদানিকৃত পণ্যে যে শুল্ক ছাড় দেওয়া হতো, তা বাতিল করা হয়েছে। তবে, চিঠি, নথি ও ১০০ ডলার পর্যন্ত মূল্যের উপহার সামগ্রী শুল্কমুক্ত থাকবে।
এই পরিবর্তনের পেছনে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনাকে কারণ হিসেবে ধরা হচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর পাশাপাশি, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ জরিমানাও আরোপ করেছেন তিনি।
নতুন আদেশে বলা হয়েছে, মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা (সিবিপি) কর্তৃক অনুমোদিত পরিবহণ সংস্থাগুলোকে ডাক মালামালের ওপর শুল্ক সংগ্রহ ও জমা দিতে হবে। এর ফলে, যুক্তরাষ্ট্রে পণ্য পরিবহণকারী বিমান সংস্থাগুলো জানিয়েছে, কারিগরি ও প্রযুক্তিগত প্রস্তুতির অভাবে তারা ডাক পণ্য গ্রহণ করতে পারবে না।

ডাক অধিদপ্তর বিবৃতিতে আরও জানিয়েছে, গ্রাহকদের এই অসুবিধার জন্য ডাক অধিদপ্তর গভীরভাবে দুঃখিত ও আমরা দ্রুততম সময়ে যুক্তরাষ্ট্রে পূর্ণ পরিষেবা পুনরায় চালু করার জন্য সব ধরনের সম্ভাব্য ব্যবস্থা নিচ্ছি।
তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ও পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ করে যাচ্ছে বলে জানায় ভারতের ডাক অধিদপ্তর।