অনিল আম্বানি ও তার কোম্পানির বিরুদ্ধে মামলা

শিল্পপতি অনিল আম্বানি ও তার কোম্পানি রিলায়েন্স কমিউনিকেশন্স লিমিটেডের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করেছে ভারতের ফেডারেল তদন্তকারী সংস্থা। শনিবার (২৩ আগস্ট) স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অভিযোগ করেছে, ধনকুবের মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানি ও রিলায়েন্স কমিউনিকেশন্স ব্যাংকটির সঙ্গে ৩০ বিলিয়ন ভারতীয় রুপি (প্রায় ৩৪৪০ কোটি টাকা) প্রতারণা করেছে।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো মুম্বাইয়ে অনিল আম্বানির বাড়ি ও বর্তমানে দেউলিয়া হয়ে যাওয়া রিলায়েন্স কমিউনিকেশন্সের অফিসে তল্লাশি অভিযান চালিয়েছে।
তদন্তকারী সংস্থা জানিয়েছে, অনিল আম্বানি ও তার কোম্পানি ব্যাংকের তহবিলগুলো অন্য উদ্দেশ্যে ব্যবহার ও হস্তান্তর করেছে, যা চুক্তির শর্তের পরিপন্থি।
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে আম্বানির একজন মুখপাত্র জানিয়েছেন, মি. আম্বানি সব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন ও যথাযথভাবে নিজেকে রক্ষা করবেন।
গত মাসে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও অর্থ পাচার ও জনসাধারণের তহবিল তছরুপের অভিযোগের তদন্তের অংশ হিসেবে রিলায়েন্স গ্রুপের সঙ্গে সম্পর্কিত ৩৫টি স্থানে তল্লাশি চালিয়েছিল। তবে রিলায়েন্স গ্রুপের পক্ষ থেকে সেই সময় এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি ও গ্রুপের একটি সূত্র অভিযোগ অস্বীকার করেছিল।