বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ উল্লেখ করে যুদ্ধ ঘোষণা বিজয়ের

তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে) প্রধান বিজয় চন্দ্রশেখর (থালাপতি বিজয়) বলেছেন, তার দলের “আদর্শগত শত্রু” হলো বিজেপি, আর রাজনৈতিক প্রতিপক্ষ হলো ক্ষমতাসীন দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম (ডিএমকে)। তিনি জানান, ২০২৬ সালের নির্বাচনে মূল লড়াই হবে টিভিকে বনাম ডিএমকের মধ্যে।
সম্প্রতি তামিল নাড়ুর মাদুরাইয়ে এক সমাবেশে দেওয়া বক্তব্যকে তিনি এসব কথা বলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজগম’-এর সম্মেলনে দাঁড়িয়ে ঘোষণা করেন—এ লড়াই আর শুধু রাজনীতির লড়াই নয়, বরং আদর্শের যুদ্ধ। খবর হিন্দুস্তান টাইমস
বিজয়ের ভাষায়, বিজেপি একদিকে ধর্মকে ব্যবহার করছে বিভাজনের হাতিয়ার হিসেবে, অন্যদিকে গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে। তাই এই মুহূর্তে বিজেপি তার কাছে সবচেয়ে বড় আদর্শগত শত্রু।
মাদুরাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বিজয় ঘোষণা করেন, আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না। ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে।
ডিএমকে বিরোধী দল এআইএডিএমকের বর্তমান দুরবস্থার প্রসঙ্গ টেনে বিজয় বলেন, “আপনারা জানেন এমজিআর কে ছিলেন? যতদিন তিনি বেঁচে ছিলেন, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার স্বপ্ন কেউ দেখতেও পারত না। অথচ তার প্রতিষ্ঠিত দল আজ কী অবস্থায় এসে দাঁড়িয়েছে! নিরীহ কর্মীরা আজ যন্ত্রণায় কাতর, অথচ মুখ খুলতে পারছে না। বিজেপি যত মুখোশই পরুক, তারা তামিলনাড়ুতে কোনোদিন সফল হবে না।”
২০২৪ সালে প্রতিষ্ঠার পর আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনই হবে টিভিকের প্রথম নির্বাচনী লড়াই। বিজয় তার দলকে রাজনীতির তৃতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন, যাতে ডিএমকে ও এআইএডিএমকের বিকল্প হয়ে উঠতে পারে।