মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ‘যুদ্ধ মন্ত্রণালয়’ রাখার নির্দেশ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘ডিপার্টমেন্ট অফ ওয়ার’ বা 'যুদ্ধ মন্ত্রণালয়' রাখার নির্দেশ দিয়েছেন। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) এই বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন তিনি। এর ফলে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথকে ‘সেক্রেটারি অফ ওয়ার’ বা যুদ্ধ সচিব হিসেবে অভিহিত করা হবে। সংবাদমাধ্যম বিবিসির খবর।
ট্রাম্পের ওই নির্বাহী আদেশের অনুলিপি হাতে পেয়েছে বিবিসি। যেখানে বলা হয়েছে, ‘ডিপার্টমেন্ট অফ ডিফেন্স’ (প্রতিরক্ষা মন্ত্রণালয়) নামটি শুধু প্রতিরক্ষামূলক সক্ষমতার ওপর জোর দেয়, কিন্তু ‘ডিপার্টমেন্ট অফ ওয়ার’ নামটিতে প্রস্তুতি ও সংকল্পের শক্তিশালী বার্তা প্রতিফলিত হয়।
প্রশাসনিক এই আদেশ অনুযায়ী, প্রতিরক্ষা সচিব এবং তার অধীনস্থ কর্মকর্তারা নতুন এই নাম ও পদবিগুলোন ‘দ্বিতীয় শিরোনাম’ হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে আইন অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়া আনুষ্ঠানিকভাবে এই বিভাগের নাম পরিবর্তন করা সম্ভব নয়। তাই ট্রাম্পের নির্দেশে পিট হেগসেথকে এই বিষয়ে আইনি ও নির্বাহী পদক্ষেপ নেওয়ার জন্য সুপারিশ করতে বলা হয়েছে।
হোয়াইট হাউস এখনও স্থায়ী নাম পরিবর্তনের সম্ভাব্য ব্যয় সম্পর্কে কিছু জানায়নি। তবে মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, মন্ত্রণালয়ের অধীনে থাকা কয়েক শ সংস্থা, প্রতীক, ই-মেইল ঠিকানা ও পোশাকের মতো বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের জন্য এর খরচ বিলিয়ন ডলার হতে পারে।
সপ্তদশ শতকের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ‘ডিপার্টমেন্ট অফ ওয়ার’ প্রতিষ্ঠা করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে এই বিভাগের নাম পরিবর্তন করে ‘ডিপার্টমেন্ট অফ ডিফেন্স’ করা হয়।

ট্রাম্প এই নাম পরিবর্তনের পক্ষে যুক্তি দিয়ে বলছেন, ‘ডিপার্টমেন্ট অফ ওয়ার’ নামে থাকাকালীন উভয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘অবিশ্বাস্য জয়ের ইতিহাস’ রয়েছে। অন্যদিকে, চীনের সামরিক কুচকাওয়াজ ও নতুন অস্ত্রের প্রদর্শনের পরপরই ট্রাম্পের এই সিদ্ধান্তকে অনেকেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ট্রাম্পের স্বাক্ষরিত ২০০তম নির্বাহী আদেশ।