মার্কিন যুদ্ধজাহাজের কাছে ভেনেজুয়েলার যুদ্ধবিমান, পেন্টাগনের হুঁশিয়ারি

দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজের কাছে ভেনেজুয়েলার দুটি সামরিক বিমান উড়েছে বলে জানিয়েছে পেন্টাগন। পেন্টাগন এই ঘটনাকে ‘মারাত্মক উসকানিমূলক’ কাজ বলে অভিহিত করছে। খবর বার্তা সংস্থা এএফপির।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পেন্টাগন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) পোস্টে এই বিষয়ে একটি সতর্কতা জারি করেছে। তারা ভেনেজুয়েলার সরকারপ্রধান নিকোলাস মাদুরোকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করে। একই সঙ্গে মাদুরোকে একটি মাদক চক্রের নেতা হিসেবে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র।
দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

এর আগে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ক্যারিবীয় সাগরে একটি সন্দেহভাজন মাদকবাহী নৌকাকে উড়িয়ে দেয় মার্কিন বাহিনী। ট্রাম্প দাবি করেন, এই নৌকাটি মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত একটি অপরাধী সংস্থার ছিল। ওই হামলায় ১১ জন নিহত হয়। এই ঘটনায় ওয়াশিংটনকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের’ জন্য অভিযুক্ত করেছে ভেনেজুয়েলা।