আটক নাগরিকদের মুক্ত করতে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করল সিউল

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের কারখানা থেকে আটক নাগরিকদের মুক্তির বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করেছে সিউল। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের অভিযানের দুই দিন পর এমনটা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। খবর এএফপি ও বিবিসির।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কাং হুন-সিক বলেন, আটক ব্যক্তিদের দেশে ফেরাতে একটি বিশেষ উড়োজাহাজ পাঠানো হবে। ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে না হয় তার জন্য ভিসাব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) হুন্দাইয়ের কারখানায় যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে ৪৭৫ জন শ্রমিককে আটক করা হয়। তাঁদের মধ্যে ৩০০ জনের বেশি দক্ষিণ কোরিয়ার নাগরিক। কর্তৃপক্ষের দাবি, তাঁরা বৈধ কাগজপত্র ছাড়াই ওই কারখানায় কাজ করছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আটকরা অবৈধ অভিবাসী। আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) শুধু তাদের দায়িত্ব পালন করেছে।’
এর আগে আইসিইর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি ভবনের সামনে কয়েকজনকে শিকল পরিয়ে রাখা হয়েছে। কারও গায়ে ‘হুন্দাই’ ও ‘এলজি সিএনএস’ লেখা হলুদ ভেস্টও ছিল।
স্বল্পমেয়াদি বা পর্যটক ভিসায় আসা ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি না থাকায় হোয়াইট হাউস অভিযানের পক্ষে অবস্থান নিয়েছে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তদন্ত শাখার আটলান্টার দায়িত্বপ্রাপ্ত বিশেষ প্রতিনিধি স্টিভ শ্রাঙ্ক বলেন, ‘এই অভিযান স্পষ্ট বার্তা দিচ্ছে যারা ভিসাব্যবস্থার অপব্যবহার করে ও মার্কিন শ্রমবাজারকে ক্ষতিগ্রস্ত করে, তাদের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।’