নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরও নেপালে উত্তেজনা চরমে

সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর নেপালে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ কারফিউ জারি করে। খবর এনডিটিভির।
বিক্ষোভকারীরা রাস্তায় নেমে পাথর নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। সরকারবিরোধী স্লোগানে তারা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ দাবি করেন।
বিক্ষোভ চলাকালীন ওলি সরকারের দুই মন্ত্রী এরই মধ্যে পদত্যাগ করেছেন। আন্দোলনকারীরা সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ‘প্রচণ্ড’-এর বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করেন।
বিক্ষোভকারীরা স্লোগান দেন— “সরকারের খুনিদের শাস্তি দাও, শিশু হত্যা বন্ধ করো।”

অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া সাক্ষাৎকারে আন্দোলনকারী নারায়ণ আচার্য বলেন, “আমাদের তরুণরা, আমাদের বন্ধুরা হত্যা হচ্ছে। আমরা ন্যায়বিচার চাই, এই সরকারকে উৎখাত চাই। ওলিকে তাড়াতেই হবে।”

অন্য এক বিক্ষোভকারী দুর্গানাহ দাহাল বলেন, “এই হিটলারসদৃশ ওলি সরকার ছাত্র-যুবকদের মাথায় লক্ষ্য করে গুলি চালাচ্ছে। এই সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত সাধারণ মানুষের দুর্ভোগ চলবে।”

নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা প্রধানমন্ত্রী ওলিকে নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিক্ষোভে নিহত ১৯ তরুণের মৃত্যুর দায় এড়াতে পারেন না ওলি।