সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে ত্রিভুবন বিমানবন্দর

কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা নোটিশ টু এয়ারমেন (এনওটিএএম)–এ এ সিদ্ধান্ত জানানো হয়েছে। খবর হিমালয়ান টাইমস।
এর ফলে এ সময় পর্যন্ত কোনো অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক ফ্লাইট কিংবা ব্যক্তিগত হেলিকপ্টার ওঠানামা করতে পারবে না।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডু উপত্যকায় বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে এবং বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড ও নিরাপত্তাজনিত ঝুঁকি দেখা দিলে টিআইএ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে বিমানবন্দর প্রাঙ্গণ নিরাপদ রাখতে সেনা মোতায়েন করা হয়।

এখন পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট স্থগিত রয়েছে। এতে রাজধানীতে অনেক যাত্রী আটকা পড়েছেন। বিমান সংস্থাগুলো যাত্রীদেরকে সর্বশেষ পরিস্থিতি জানতে সরকারি ও আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে আপডেট থাকার আহ্বান জানিয়েছে।