রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার ড্রোন, সতর্ক অবস্থানে ন্যাটো মিত্ররা

রাশিয়ার ইউক্রেন আক্রমণের মধ্যে রোমানিয়ার আকাশসীমায় একটি ড্রোন অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ঘটনায় শনিবার (১৩ সেপ্টেম্বর) দেশটি যুদ্ধবিমান পাঠায় এবং নাগরিকদের সতর্ক থাকতে নির্দেশ দেয়। খবর আল জাজিরার।
মন্ত্রণালয় জানায়, দুটি এফ-১৬ ফাইটার জেট এবং জার্মানির মিশনে থাকা দুটি ইউরোফাইটার পাঠানো হয়। তবে ড্রোনটি রাডার থেকে অদৃশ্য হয়ে ইউক্রেন সীমান্তে ফিরে যায়।
প্রতিরক্ষামন্ত্রী ইয়োনুট মোস্তেয়ানু জানান, ড্রোনটি ভূপাতিত করার কাছাকাছি গিয়েছিল পাইলটরা। পরে হেলিকপ্টার পাঠিয়ে সীমান্ত এলাকায় সম্ভাব্য ধ্বংসাবশেষ খোঁজা হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ড্রোনটি প্রায় ১০ কিলোমিটার ভেতরে ঢুকে ন্যাটো আকাশসীমায় ৫০ মিনিট ছিল। তিনি অভিযোগ করেন, “রাশিয়া জানে তাদের ড্রোন কোথায় যাচ্ছে এবং কতক্ষণ আকাশে থাকবে। এটি যুদ্ধের স্পষ্ট সম্প্রসারণ।”
সুইডেন ঘটনাটিকে “ন্যাটো আকাশসীমার আরেকটি অগ্রহণযোগ্য লঙ্ঘন” হিসেবে নিন্দা জানিয়ে রোমানিয়ার প্রতি সংহতি প্রকাশ করেছে।
এর আগে পোল্যান্ডে ঢুকে পড়া রুশ ড্রোন ভূপাতিত করেছিল দেশটি, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন প্রথমবার ন্যাটো সদস্য রাষ্ট্রের গুলি ছোড়ার ঘটনা। এরপর ন্যাটো ইউরোপের পূর্ব সীমান্তে প্রতিরক্ষা জোরদারের ঘোষণা দেয়।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এটি “বিপজ্জনক ঘটনা”, তবে রাশিয়া ইচ্ছাকৃতভাবে পোল্যান্ড বা রোমানিয়াকে লক্ষ্য করেছিল কিনা তা এখনও স্পষ্ট নয়।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক অবশ্য স্পষ্টভাবে জানান, “এটি কোনো ভুল ছিল না, আমরা জানি।”
এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত—কিন্তু কেবল তখনই, যদি সব ন্যাটো দেশ রাশিয়ার তেল কেনা বন্ধ করে একই পদক্ষেপ নেয়।