পুতিন ও কিমকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা অস্বীকার চীনের

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছে চীন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযোগ করেছিলেন। খবর বার্তা সংস্থা এএফপির।
বুধবার (৩ সেপ্টেম্বর) বেইজিংয়ে অনুষ্ঠিত বিশাল সামরিক কুচকাওয়াজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন উপস্থিত ছিলেন। এই ঘটনার পর ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে উষ্মা প্রকাশ করে লেখেন, আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাবেন।
ট্রাম্পের মন্তব্যের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন আজ বৃহস্পতিবার বলেন, শান্তিকামী দেশ ও জনগণের সঙ্গে মিলে ইতিহাসকে স্মরণ করা, শহীদদের স্মৃতিকে শ্রদ্ধা জানানো, শান্তি ও ভবিষ্যৎকে লালন করাই ছিল এই আয়োজনের উদ্দেশ্য।
জিয়াকুন জোর দিয়ে বলেন, চীনের কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কখনো কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়।

এদিকে ক্রেমলিনের পক্ষ থেকেও এই মন্তব্যের জবাব দেওয়া হয়েছে। রুশ রাষ্ট্রীয় টিভিকে ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ বলেন, তিনি আশা করেন যে ট্রাম্পের এই অভিযোগটি একটি রসিকতা ছিল। তিনি বলেন, আমার মনে হয়, তিনি খুব একটা কটাক্ষ না করেই বলেছেন, এই তিন দেশ নাকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।