দ্বিতীয় দিনের মতো বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন

স্পেনে সোমবার (১৫ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো বাণিজ্য আলোচনা চালাচ্ছেন যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা। টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সকে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রেতা খুঁজে বের করা অথবা নিষিদ্ধ হওয়ার সময়সীমা ঘনিয়ে আসায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আলোচনায় অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেং। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের অবসানে এটি সর্বশেষ প্রচেষ্টা। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্র-চীন সর্বশেষ উচ্চ পর্যায়ের বাণিজ্য বৈঠক হয়েছিল জুলাইয়ে, যেখানে তারা শুল্ক বিরতির মেয়াদ আরও ৯০ দিন বাড়িয়ে ১০ নভেম্বর পর্যন্ত বহাল রাখে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে টিকটক নিষিদ্ধের পক্ষে থাকলেও পরে অবস্থান পরিবর্তন করেন এবং এ পর্যন্ত তিনবার নিষেধাজ্ঞা স্থগিত করেছেন। আগামী বুধবার সময়সীমা শেষ হলেও ধারণা করা হচ্ছে তা চতুর্থবারের মতো বাড়ানো হবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, “আমরা হয়তো টিকটককে মরতে দেব, অথবা রাখব… এটা চীনের ওপর নির্ভর করছে, আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না।”
এই বৈঠকে উভয় দেশ ভবিষ্যতে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠকের প্রস্তুতিও নিচ্ছে। দুই নেতা আগামী অক্টোবরেই দক্ষিণ কোরিয়ায় একটি সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।

শুল্ক বিরতির ফলে যুক্তরাষ্ট্র-চীনের পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত আমদানি কর কমানো হয়েছিল। অন্যায্য বাণিজ্যনীতি ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উদ্বেগ মেটাতে এ সময় তাদের আরও আলোচনার সুযোগ মিলছে।
টিকটক বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর একটি। যুক্তরাষ্ট্রে এর ব্যবহারকারী সংখ্যা প্রায় ১৭ কোটি। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প নিজেও টিকটকে জনপ্রিয়তা পাওয়ার পর তার অবস্থান নরম হয়। এ বছরের আগস্টে হোয়াইট হাউসের নিজস্ব টিকটক অ্যাকাউন্ট চালু হয়।