প্রেমের টানে ভারতে এসে খুন হলেন ৭১ বছরের মার্কিন নারী

বিয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছিলেন ৭১ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নারী। কিন্তু বিয়ের আগেই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত জুলাই মাসে পাঞ্জাবের লুধিয়ানায় এই হত্যাকাণ্ডটি ঘটে। সম্প্রতি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হলে ঘটনাটি প্রকাশ্যে আসে। খবর এনডিটিভির।
পুলিশের ভাষ্যমতে, রুপিন্দর কৌর পান্ধের নামে ওই নারী সিয়াটেল থেকে এসে লুধিয়ানায় বসবাসকারী তার হবু স্বামী, যুক্তরাজ্যের প্রবাসী ভারতীয় (এনআরআই) চরণজিৎ সিং গ্রেওয়ালের কাছে উঠেছিলেন।
পুলিশ জানায়, গ্রেওয়ালই তাকে খুন করার ব্যবস্থা করে। রূপিন্দরের বোন তার মোবাইল ফোন বন্ধ পেয়ে সন্দেহ করলে বিষয়টি মার্কিন দূতাবাসকে জানান।পরবর্তীতে স্থানীয় পুলিশের তদন্তে হত্যাকাণ্ডের বিষয়টি উঠে আসে।

তদন্ত চলাকালে পুলিশ সুখজিৎ সিং সোনু নামে একজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সোনু স্বীকার করে, সে রূপিন্দরকে নিজের বাড়িতে হত্যা করে এবং পরে তার মরদেহ পুড়িয়ে ফেলে। গ্রেওয়ালের নির্দেশেই সে ৫০ লাখ রুপির বিনিময়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
পুলিশের মতে, এই হত্যাকাণ্ডের পেছনে মূল উদ্দেশ্য ছিল আর্থিক, কারণ ভারত আসার আগে গ্রেওয়ালের কাছে মোটা অঙ্কের অর্থ পাঠিয়েছিলেন রূপিন্দর।
বর্তমানে এই মামলার প্রধান সন্দেহভাজন চরণজিৎ সিং গ্রেওয়াল পলাতক রয়েছেন। পুলিশ তাকে ধরতে অভিযান চালাচ্ছে। একই সঙ্গে, আসামির স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ভুক্তভোগীর দেহের কঙ্কাল এবং অন্যান্য প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করছে।