ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলি অস্তিত্বের হুমকি : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য বিপদ ডেকে আনবে। তিনি আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যেকোনো আহ্বানের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) দেশটির মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ভাষণ দেওয়ার সময় নেতানিয়াহু এই মন্তব্য করেন। খবর টাইমস অব ইসরায়েলের।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ ও অন্যান্য সব ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে পরিচালিত মিথ্যা প্রচারণার এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আহ্বানের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। কারণ, এটি আমাদের অস্তিত্বকে বিপন্ন করবে এবং সন্ত্রাসবাদের জন্য একটি অযৌক্তিক পুরস্কার হিসেবে কাজ করবে।
নেতানিয়াহু তার ভাষণে বলেন, জাতিসংঘে আমি সত্য তুলে ধরব। এটি ইসরায়েলের সত্য। এটি অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের ন্যায়সঙ্গত সংগ্রামের সত্য। সত্যিকারের শান্তির জন্য আমাদের দৃষ্টিভঙ্গি- শক্তির মাধ্যমে শান্তি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী তার মন্ত্রীদের স্মরণ করিয়ে দেন, জাতিসংঘের ভাষণ শেষে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এদিকে নেতানিয়াহুর এই মন্তব্যের পরপরই ফিলিস্তিনিকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। দেশগুলো বলছে, ইসরাইল ও ফিলিস্তিন দুই-রাষ্ট্র সমাধানই সব নৈরাজ্যের অবসান ঘটাতে পারে।