পাকিস্তান শাসিত কাশ্মীর একদিন ভারতের অংশ হবে : রাজনাথ সিং

পাকিস্তান-শাসিত কাশ্মীর (পিওকে) একদিন ভারতের অংশে পরিণত হবে বলে দৃঢ় আস্থা প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, এর জন্য কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন হবে না, কারণ এই অঞ্চলের জনগণ নিজেই ভারতের সঙ্গে যোগ দিতে চাইবে। রাজনাথ সিং মরক্কোতে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। খবর এনডিটিভির।
রাজনাথ সিং বলেন, পিওকে আমাদের নিজস্ব হবে। পিওকেতে দাবি তোলা শুরু হয়েছে, আপনারা নিশ্চয়ই স্লোগান শুনতে পেয়েছেন।’

প্রতিরক্ষামন্ত্রী আরও মনে করিয়ে দেন যে, পাঁচ বছর আগেও তিনি একই কথা বলেছিলেন। তার মতে, পিওকে নিজেই একদিন বলবে, ‘ম্যায় ভি ভারত হুঁ’ (আমিও ভারত)।
রাজনাথ সিংয়ের এই মন্তব্যটি এমন এক সময়ে এসেছে, যখন বিরোধীরা অভিযোগ করছে যে, সরকার ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (পিওকে) দখলের একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে।