নিউইয়র্কে পুলিশি বাধা, ট্রাম্পকে ফোন করলেন ম্যাক্রোঁ

ডোনাল্ড ট্রাম্পের মোটর শোভাযাত্রার কারণে রাস্তা বন্ধ করে দেওয়ায় নিউ ইয়র্কের রাস্তায় আটকে পড়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এরপর তিনি গাড়ি থেকে নেমে মার্কিন প্রেসিডেন্টকে ফোন করে মজার ছলে তাকে ‘রাস্তা খালি করতে’ অনুরোধ জানান। খবর দ্য টেলিগ্রাফ।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছে। এর কিছুক্ষণ আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ম্যাক্রোঁ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেন, যা ট্রাম্পের নীতির সম্পূর্ণ বিপরীত।
ট্রাম্প এর আগে এই স্বীকৃতিকে ‘হামাসের প্রতি পুরস্কার’ বলে নিন্দা করেছিলেন।
জুলাই মাসে ম্যাক্রোঁ যখন প্রথম তার ইচ্ছার কথা জানান, তখন ট্রাম্প তাকে ‘ভালো লোক’ বললেও তার বক্তব্য ‘কোনো গুরুত্ব বহন করে না’ বলে মন্তব্য করেছিলেন।
ভিডিও ফুটেজে দেখা যায়, রাস্তা দিয়ে হেঁটে ফরাসি দূতাবাসের দিকে যাওয়ার সময়ও ম্যাক্রোঁ ফোনে ট্রাম্পের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ম্যানহাটনে তার আকস্মিক সফরের সময় পথচারীদের সঙ্গে ছবি তোলেন ও একজন ব্যক্তি তার মাথায় চুম্বন করলে তিনি হাসিমুখে তা গ্রহণ করেন।
ভিডিওতে দেখা যায়, পুলিশি ব্যারিকেডের সামনে ম্যাক্রোঁ একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে ক্ষোভের সঙ্গে তর্ক করছেন ও তাকে যেতে দেওয়ার দাবি জানাচ্ছেন। জবাবে কর্মকর্তা ক্ষমা চেয়ে ব্যাখ্যা করেন যে, ট্রাম্পের মোটর শোভাযাত্রার জন্য রাস্তা বন্ধ করা হয়েছে।

ম্যাক্রোঁ তখন বলেন, ‘যদি তুমি শোভাযাত্রা দেখতে না পাও, তাহলে আমাকে যেতে দাও।’
অপেক্ষা করার সময় ম্যাক্রোঁ ট্রাম্পকে ফোন করে বলেন, ‘আরে, কেমন আছো? আমি রাস্তায় অপেক্ষা করছি কারণ- তোমার জন্য সবকিছু স্থবির হয়ে আছে, হা!’