৭৫ বছরে বিয়ে, পরদিন সকালেই মৃত্যু

স্ত্রীর মৃত্যুর পর একাকিত্বে কাটছিল ৭৫ বছর বয়সী বৃদ্ধের জীবন। তাই সঙ্গ পেতে বিয়ের সিদ্ধান্ত নেন। নিজের বয়সের চেয়ে অর্ধেক বয়সী এক নারীকে (৩৫) বিয়ে করেন। তবে বিয়ের পরদিন সকালেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের জৌনপুরের একটি গ্রামে। এমন মৃত্যুকে সন্দেহজনক বলে মনে করছে তার পরিবার। এমনকি শেষকৃত্যের আয়োজনও বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া ওই ব্যক্তির নাম সংগ্রু রাম, তিনি একজন কৃষক। এক বছর আগে স্ত্রীর মৃত্যুর পর থেকে তিনি একাই থাকতেন। তার ভাই ও ভাতিজারা দিল্লিতে থাকেন। সম্প্রতি তিনি গ্রামের মানুষের বারণ সত্ত্বেও ৩৫ বছর বয়সী মনভাবতী নামের এক নারীকে বিয়ে করেন। মনভাবতীরও এটি দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
মনভাবতী স্থানীয়দের জানিয়েছেন, বিয়ের পর তারা গভীর রাত পর্যন্ত কথা বলেছিলেন। পরদিন সকালে হঠাৎ করে সংগ্রুর স্বাস্থ্য খারাপ হতে শুরু করে। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় পুলিশ বিষয়টিকে নজরদারিতে রেখেছেন।