আশুলিয়ায় ৫ শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় পাঁচ শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
সাভারের আশুলিয়া ইউনিয়নের কুটুরিয়ার নিক্কন হাউজিং এলাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নকরণ অভিযান শুরু করে তিতাস।
এলাকাবাসী জানান, অবৈধ গ্যাস ব্যবহারকারীদের কারণে বৈধ গ্যাস সংযোগকারীরা গ্যাস কম পাচ্ছেন। সম্প্রতি রাতের আঁধারে একটি চক্র ওই এলাকায় তিতাসের মূল সংযোগ থেকে নিম্নমানের পাইপ দিয়ে বিভিন্ন বাড়িওয়ালার কাছ থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকার বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ দেন।
অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নকরণ অভিযানের নেতৃত্ব দেন তিতাসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম। তিনি জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পাঁচ শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ চুলা, রাইজার ও নিম্নমানের পাইপ উদ্ধার করা হয় বলে জানান তিনি।