ঈদের দিন নিখোঁজ, দুদিন পর নদীতে ভেসে উঠল যুবকের লাশ

জীবননগর থানা। ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় ভৈরব নদী থেকে রিমন হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঈদুল আজহার দিন নিখোঁজ হয়েছিলেন তিনি। দুদিন পর আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করে জীবননগর থানা পুলিশ।
নিহত রিমন হোসেন জীবননগর পৌর এলাকার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা সাবেক পৌর কমিশনার মৃত মো. শামসুজ্জামানের ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গত বুধবার ঈদের দিন সকাল থেকে নিখোঁজ ছিলেন রিমন হোসেন। পরিবারের পক্ষ থেকে রিমনের ভাই গতকাল বৃহস্পতিবার জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে আজ শুক্রবার সকালে বাড়ির পাশেই ভৈরব নদীতে লাশ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।