করোনার নমুনা সংগ্রহকারীদের সুরক্ষাসামগ্রী-ফল দিল পুলিশ

ময়মনসিংহের করোনার নমুনা সংগ্রহকারীদের হাতে সুরক্ষাসামগ্রী ও ফল তুলে দেয় পুলিশ। ছবি : এনটিভি
ময়মনসিংহে করোনার নমুনা সংগ্রহকারীদের ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী ও ফল উপহার দিয়েছে জেলা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার মো. আহমার উজ্জামানের পক্ষ থেকে শহরের ১ নম্বর পুলিশ ফাঁড়ির সামনে তাঁদের হাতে এ উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
পুলিশ ফাঁড়ির টিএসআই ফারুক হোসেন ৫৮ করোনার নমুনা সংগ্রহকারীর হাতে এসব উপহার তুলে দেন। সুরক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও গ্লাভস।
জানা গেছে, প্রতিদিন করোনার নমুনা সংগ্রহকারী এ কর্মীরা পরিবার ও নিজের জীবনের ঝুঁকি উপেক্ষা করে জেলা সদর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে গিয়ে করোনার নমুনা সংগ্রহ করে থাকেন।
ফারুক হোসেন বলেন, 'মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার' এই চেতনায় উজ্জীবিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলার পুলিশ প্রশাসন এসব মানবিক কাজেও সক্রিয় ভূমিকা পালন করছে।'