চট্টগ্রামে মা ও দুই শিশু সন্তানের লাশ উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/09/21/chattogram-map.jpg)
চট্টগ্রামের পাঁচলাইশের মুরাদপুর এলাকায় মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে মহানগরীর মুরাদপুর এলাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের গৃহকর্তা সোহেল রানাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহতরা হলেন মা সুমিতা বেগম, তাঁর শিশুকন্যা জান্নাতুল (৭) ও ছোট ছেলে বাবু (৩)। সোহেল রানা দম্পত্তির বাড়ি সিরাজগঞ্জের রায়পুর এলাকায়। তারা বিয়ের পর ১০ বছর ধরে চট্টগ্রামে বাস করে আসছেন। নিহত সুমিতার স্বামী আয়ুবেদিক ও ইউনানী ওষুধের ব্যবসা করতেন।
পুলিশের উপকমিশনার (ডিসি) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহকর্তা সোহেল রাতে বাসায় এসে দরজা বন্ধ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে সুমিতা বেগমের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলছে এবং সন্তানদের ক্ষতবিক্ষত লাশ বিছানায় পড়ে রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার নাঈমা সুলতানা জানান, এ ঘটনায় পুলিশ পিবিআই তদন্ত শুরু করেছে।
পারিবারিক কলহের জের ধরে রাতের কোনো এক সময় শিশু কন্যা জান্নাতুল ও তিন বছরের ছেলে বাবুকে হত্যার পর মা সুমিতা বেগম নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।