ইরানে ‘ইসরায়েল সংশ্লিষ্ট’ ৬ জনকে হত্যা

ইরানের গোয়েন্দা সংস্থা দেশটির অশান্ত দক্ষিণ-পূর্বাঞ্চলে এক অভিযানে ছয়জনকে হত্যা করেছে। শনিবার (২৩ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতরা ইরানের চিরশত্রু ইসরায়েলের সঙ্গে যুক্ত একটি ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর সদস্য।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ গোয়েন্দা সংস্থার এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলির সময় ছয় হামলাকারী নিহত ও আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে অভিযানের সঠিক স্থান বা সময় উল্লেখ করা হয়নি।
আইআরএনএ জানায়, সর্বশেষ অভিযানে লক্ষ্যবস্তু করা গোষ্ঠীর ইহুদিবাদী প্রকৃতি নির্দেশ করে এমন নথি পাওয়া গেছে। সংস্থাটি আরও জানায়, এই গোষ্ঠীর সদস্যরা ইরানের পূর্বে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল।
তবে, আইআরএনএ এও জানায়, প্রধান অভিযান দলটি সাতজন অ-ইরানি সন্ত্রাসী নিয়ে গঠিত ছিল। কিন্তু তাদের জাতীয়তা নির্দিষ্ট করা হয়নি। এই বন্দুকযুদ্ধে দুই গোয়েন্দা এজেন্ট ও একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশটি দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনী ও মাদক পাচারকারী ও বিচ্ছিন্নতাবাদীসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) জাইশ আল-আদল (বিচার বাহিনী) নামে একটি সুন্নি জিহাদি গোষ্ঠী সিস্তান-বেলুচিস্তানে এক হামলার দায় স্বীকার করেছে, যাতে পাঁচজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন।

এর একদিন পর রোববার (১৭ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নিরাপত্তা বাহিনী সিস্তান-বেলুচিস্তানে অবস্থিত আরেকটি জিহাদি গোষ্ঠী, আনসার আল-ফুরকানের সাত সদস্যকে হত্যা করেছে।
শিয়া-সংখ্যাগরিষ্ঠ ইরানের এই প্রদেশটিতে একটি বৃহৎ সুন্নি মুসলিম বালুচ সংখ্যালঘু সম্প্রদায়ের বাস, এটি দেশের দরিদ্রতম অঞ্চলগুলোর মধ্যে অন্যতম।