চট্টগ্রামে শঙ্খ নদে ডুবে মারা গেছে দুই শিশু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/04/18/drowning.jpg)
চট্টগ্রামের বাঁশখালীতে শঙ্খ নদে ডুবে আপন দুই ভাই মারা গেছে। উপজেলার পুকুরিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকার তৈলারদ্বীপ সেতু সংলগ্ন এলাকায় আজ রোববার বিকেলে এই ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলো মো. সাহেদ হোসেন (৭) ও মোহাম্মদ রাব্বি হোসেন (৫)। তারা মোহাম্মদ সাজ্জাদ হোসেনের ছেলে। আনোয়ারা হলি হেল্থ হাসপাতালের চিকিৎসক ডা. শাহরিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, আজ বিকেলে তৈলারদ্বীপ সেতু সংলগ্ন এলাকায় নদের ধারে খেলা করার সময় দুই শিশু হঠাৎ নদে পড়ে তলিয়ে যায়। ওই সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারায় চৌমুহনী সংলগ্ন হলি হেল্থ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত দুই শিশুর বাবা সাজ্জাদ হোসেন বলেন, আমার দুই ছেলে খেলার সময় হঠাৎ নদে পড়ে ডুবে গিয়ে দুজনই মারা যায়। ঘটনার সময় আমি কাছেই ছিলাম।
আনোয়ারা হলি হেল্থ হাসপাতালের চিকিৎসক ডা. শাহারিয়ার উদ্দিন বলেন, নিহত দুই ভাইকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।