দিনাজপুরে বিএনপির অবস্থান কর্মসূচি
দিনাজপুর জেলা বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে। আজ শনিবার (১ এপ্রিল) বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেল রোডেরে দলীয় কার্যালয়ে এই অবস্থান কর্মসূচি পালন করে। বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, সহসভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ মাহবুব আহমেদ, যুগ্ম সম্পাদক শাহিন সুলতানা বিউটি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুল, সাবেক ছাত্রদল নেতা মাহবুবুর হক হেলাল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজার সেতু প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা, মো. নওশাদ আলী, সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হিরা, মো. আনিসুর রহমান বাদশা, মো. আমিনুল ইসলাম মুন্না প্রমুখ অংশগ্রহণ করেন।