নাটোরের সড়কে ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত, আহত পাঁচ

নাটোর সদরের তকিয়ায় মঙ্গলবার রাতে বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়। ছবি : এনটিভি
নাটোর সদর উপজেলার তকিয়া এলাকায় বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে পাঁচ জন।
নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আক্তার হামিদ খান জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নাটোর-রাজশাহী মহাড়কে ঢাকা থেকে রাজশাহীগামী একটি নৈশকোচের সঙ্গে বিপরীতমুখী কাঠবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। একই সময়ে একটি মিনি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন ট্রাকচালক এবং কাঠ ব্যবসায়ী আসাদুল হক। আবু মুসার বাড়ি ঝিনাইদহে এবং আসাদুল হক কুষ্টিয়ার বাসিন্দা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে নাটোর হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান রাতেই ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।