নাটোরে ২১০০ লিটার মদসহ আটক ৫

নাটোরের র্যাব-৫ ক্যাম্প ভবন। ছবি : এনটিভি
নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে দুই হাজার ১০০ লিটার চোলাই মদসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। নাটোর র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।
ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাব সদস্যরা গুরুদাসপুর উপজেলার কোলাকান্তনগর গ্রামে অভিযান চালায়। এসময় দেশি মদ মজুদ রেখে বিক্রির অপারাধে আশিক চন্দ্র (১৯), রুপেন মুন্ডারি (৩৮), হরিদপদ মুন্ডারি (২৪), শ্যামল মুন্ডারি (৪২) ও উজ্জ্বল দাসকে (৪৩) আটক করা হয়।
আজ সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।