গাব খেতে গিয়ে গাছ থেকে পড়ে শিশু নিহত

সিংড়া থানা। ফাইল ছবি
নাটোরের সিংড়ায় গাব খাওয়ার সময় গাছ থেকে পড়ে হোসাইন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (৩ মে) সকাল ৮টায় উপজেলার শেরকোল ইউনিয়নের জোড়মল্লিকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসাইন স্থানীয় জাহেরুল ইসলামের ছেলে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, সকালে হোসাইন সহপাঠীদের সঙ্গে খেলতে বের হয়। একপর্যায়ে গাব খেতে গাছে উঠলে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয়। স্বজনরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।