নেত্রকোনায় দোকান কর্মচারীদের মধ্যে ত্রাণ বিতরণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/04/24/netrakona-pic.jpg)
করোনা পরিস্থিতিতে নেত্রকোণায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের দোকান কর্মচারীদের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে এসব বিতরণ করা হয়।
এ সময় লকডাউন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত প্রায় ৫০০ দোকান কর্মচারীদের হাতে খাদ্যসামগ্রী চাল, ডাল, তেল, লবণ ও আলুর প্যাকেজ তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কার্যক্রম চালানো হয়। জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমানের সভাপতিত্বে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য মো. আশরাফ আলী খান খসরু।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিয়া, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপক ধর গুপ্ত, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মোখলেছুর রহমান খান, জেলা দোকানমালিক সমিতির সভাপতি অধ্যক্ষ রঞ্জিত সাহা রায়, চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাকি, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।