নেত্রকোনায় বাবার মুগুরের আঘাতে ছেলের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/29/netrokona-durgapur-thana.jpg)
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে বাবার মুগুরের (কাঠের তৈরি শক্ত হাতল) আঘাতে ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের তিতারজান গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, তিতারজান গ্রামের আলী আমজাদের ছেলে আব্দুল হক (২৮) মাদক সেবনের জন্য প্রায়ই বাবার কাছে টাকা পয়সা নিতেন। টাকা না দিলে তাকে অকথ্য ভাষায় গালাগাল, মানসিক অত্যাচার, নির্যাতনসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন।
গতকাল রাতেও আব্দুল হক মাদক সেবনের জন্য বাবা আলী আমজাদের কাছে টাকা চায়। বাবা টাকা দিতে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল হক গালাগালসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করা শুরু করে। এক পর্যায়ে বাবা উত্তেজিত হয়ে ঘরে থাকা মোগর দিয়ে ছেলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই ছেলে মারা যায়। পরে ছেলের লাশ গুম করতে নিজ বসত ঘরের বারান্দায় কক্ষে মাটির নিচে লাশটি পুতে রাখেন বলে পুলিশ জানিয়েছে।
সকালে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী আলী আমজাদকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ মাটির নিচ থেকে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলী আমজাদকে আটক করে থানায় আনা হয়েছে।