নোয়াখালীতে বিএনপিনেতাকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর সদরের আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন মোল্লা। ফাইল ছবি : এনটিভি
নোয়াখালীর সদরের আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন মোল্লাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে তাঁর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে হারুন মোল্লার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ চৌধুরী জানান, ঘটনার পর লাশ উদ্ধার করা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসি জানান, ধারণা করা করা হচ্ছে সম্প্রতি আওয়ামী লীগ নেতা হোরন মেম্বার হত্যা মামলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহত হারুন মোল্লা উক্ত মামলার তালিকাভুক্ত আসামি ছিলেন।