পাবনায় করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

পাবনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. মুহিব্বুল্লাহ বাহার নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে স্বজনরা দাবি করেছে। আজ সোমবার ভোরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পাবনা অগ্রণী ব্যাংক এডওয়ার্ড কলেজ শাখার ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত মো. মুহিব্বুল্লাহ বাহার ( ৩৫) অগ্রণী ব্যাংক পাবনা শাখার প্রধান কর্মকর্তা হিসেব কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি আতাইকুলা থানার শাখারীপাড়ায়। তিনি দীর্ঘদিন পাবনা শহরের শালগাড়িয়া মহল্লায় বসবাস করতেন।
মুহিবুল্লাহর মামাতো বোন শাপলা খাতুন বলেন, মুহিবুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি ছিলেন।’
এ বিষয়ে পাবনার সিভিল সার্জন ডা. আব্দুল মোমেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘করোনায় মহিবুল্লাহর মৃত্যুর হয়েছে কিনা সে সম্পর্কে আমি জানিনা। তবে এ বিষয়ে খোঁজ নেব।’