পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় জনসচেতনার আহ্বান

খাগড়াছড়ির মং সার্কেল চিফ রাজা সাচিং প্রু চৌধুরী পার্বত্য অঞ্চলের প্রথাগত মৌজা প্রধান হেডম্যান ও গ্রাম প্রধান কার্বারিদের পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় বৃক্ষ নিধন ও প্রাকৃতিক বনায়ন বৃদ্ধিতে জনসচেতনার আহ্বান জানিয়েছেন।
খাগড়াছড়ি মং সার্কেলের রাজপূণ্যাহর দ্বিতীয় দিনে আজ শনিবার দুপুরে জেলার হেডম্যান ও কার্বারিদের বার্ষিক সম্মেলনে সাচিং প্রু চৌধুরী এসব কথা বলেন।
সম্মেলনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মং সুইপ্রু চৌধুরী প্রধান অতিথি হিসেবে ছিলেন। মং সার্কেলের রাজা সাচিং প্রু চৌধুরীর সভাপতিত্বে এ সম্মেলনে আরও বক্তব্য দেন ইউএনডিপির জেলা ফ্যাসিলেটর সুভাষ দত্ত চাকমা, উচিমং চৌধুরী, জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, কার্বারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেমা রঞ্জন চাকমা, জেলা পরিষদ সদস্য হিরণজয় ত্রিপুরা প্রমুখ।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, ‘পার্বত্য জেলা পরিষদের প্রধান কাজই হলো পাহাড়ের ঐতিহ্যবাহী রাজা-হেডম্যান-কার্বারিদের ক্ষমতায়িত করা। এই প্রথাগত ব্যবস্থাকে এগিয়ে নিতে জেলা পরিষদের যা সম্ভব সব কিছু করবে।’
হেডম্যান-কার্বারিদের উন্নয়ন সমন্বয় সভায় অন্তর্ভুক্ত করা হবে বলেও আশ্বাস দেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু।
সম্মেলনে হেডম্যান-কার্বারিরা তাঁদের ভাতা বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন।
ইউএনডিপি‘র সহায়তায় মং সার্কেল এই সম্মেলনের আয়োজন করে। জেলার ১২১ জন হেডম্যান (মৌজা প্রধান) ও পাঁচশর মতো কার্বারি (পাড়া প্রধান) সম্মেলনে অংশ নিয়েছেন।