পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলে সেবা পাবে নারায়ণগঞ্জবাসী
সাইবার ক্রাইম বা অনলাইন অপরাধ প্রতিরোধে নারায়ণগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেল গঠন করেছে জেলা পুলিশ। এখন থেকে সাইবার ক্রাইমের শিকার যে কেউ নির্ধারিত হটলাইন নম্বরে অভিযোগ করে পুলিশের কাছ থেকে সেবা নিতে পারবেন।
আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সাত সদস্যবিশিষ্ট মনিটরিং সেল সার্বক্ষণিক সেবা প্রদান করবে। একটি সাইবার ভ্রাম্যমাণদল ২৪ ঘণ্টা সচল থাকবে।
জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফোকাল পয়েন্ট অফিসার হিসেবে এই মনিটরিং সেলের দায়িত্ব পালন করবেন। জিমেইল ও ফেসবুক হ্যাকিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেকোনো ধরনের প্রতারণার শিকার হলে সাইবার ক্রাইম মনিটরিং সেলের হটলাইন নম্বরে অভিযোগ করতে পারবেন। পরে অভিযোগ যাচাই বাছাই করে সাইবার ক্রাইম মনিটরিং সেল ব্যবস্থা গ্রহণ করবে। হটলাইন নম্বর হলো—০১৩২০০৯০৩৩৩।
এ সময় এই সেবা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীসহ সমাজের সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন সাইবার ক্রাইম মনিটরিং সেলের ফোকাল পয়েন্ট অফিসার।