প্রেমের জালে আটকিয়ে প্রতারণা, নারীসহ গ্রেপ্তার ২
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/20/rangpur_0.jpg)
পুরুষদের প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক এবং ব্ল্যাকমেইলিং করে অর্থ হাতিয়ে নেওয়া সিন্ডিকেটের নারীসহ দুই সদস্যকে গ্রেপ্তার করছে পুলিশ। এই চক্রটি দীর্ঘদিন ধরে এভাবে রংপুর মহানগরীসহ বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছিল বলেও জানায় পুলিশ।
আজ শুক্রবার বিকেলে রংপুর মহানগর গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গোয়েন্দা) কাজী মোত্তাকি ইবনু মিনান।
গ্রেপ্তারকৃতরা হলেন সেবিকা পরিচয়ধারী শাহীনা বেগম শিলা এবং তার সহযোগী আব্দুল মোমিন।
উপকমিশনার জানান, প্রতারণার শিকার এক স্কুলশিক্ষকের মামলার সূত্র ধরে তাদের নগরীর কটকিপাড়ার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
দিনাজপুরে একটি ডায়াগনস্টিক সেন্টারে স্ত্রীর দাঁতের চিকিৎসা করাতে গিয়ে সেবিকা পরিচয়দানকারী শাহীনা বেগম শিলার সঙ্গে পরিচয় হয় ওই স্কুলশিক্ষকের। এরপর হয় মোবাইল নম্বর দেওয়া নেওয়া। পরে চিকিৎসক আসতে দেরি হওয়ার কথা বলে কৌশলে কটকিপাড়ার কথিত ভাবির ভাড়া বাসায় বিশ্রামের জন্য ওই স্কুলশিক্ষককে নিয়ে যান শিলা। সেখানে শিলা এবং নুপুর নামের দুই নারীর সঙ্গে শিক্ষকের বিশেষ মুহূর্তের ছবি-ভিডিও ধারণ করেন। পরে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। না দিলে ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তারা। এরই মধ্যে ৩৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করেন ওই স্কুলশিক্ষক। এরপরও চাপ দিতে থাকলে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন। আজ বৃহস্পতিবার রাতে প্রতারণার অভিযোগে শিলা ও আব্দুল মোমিনকে ওই ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে সাড়াশি অভিযান চলছে। এরা এভাবে বিভিন্ন ব্যক্তিকে প্রথমে পরিচয়ের সূত্র ধরে সম্পর্ক তৈরি করে। এরপর বেড রিলেশন এবং তা ভিডিও ধারণ করে। পরে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন।