বহুতল ভবন থেকে পড়ে রংমিস্ত্রি নিহত
কিশোরগঞ্জের ভৈরবে একটি ছয়তলা ভবন থেকে পড়ে গিয়ে আরমান (২১) মিয়া নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার ( ১৩ ফেব্রুয়ারি) সকালে শহরের কমলপুর নিউটাউন এলাকায়।
নিহত আরমান মিয়া চণ্ডীবের দক্ষিণপাড়া এলাকার পাগলাবাড়ির হিরণ মিয়ার ছেলে। আরমানের সহকর্মী হেলাল মিয়া বলেন, ‘আজ সকালে আরমানসহ আমরা এ দালানে রঙের কাজ করছিলাম। কাজ করার সময় আরমানের হাত থেকে একটি ব্রাশ পড়ে গেলে সেটা তুলতে যান তিনি। এ সময় ভারসাম্য রক্ষা করতে না পেরে নিচে মাটিতে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।’
নিহত আরমানের বড় ভাই মোশারফ মিয়া বলেন, ‘আমার ভাই সকালে কাজে যায়। পৌনে ১০টার সময় খবর পাই সে দালান থেকে পড়ে গেছে। তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে এসে দেখতে পাই আমার ভাই মারা গেছে। তার ভাগ্যে হয়তো মৃত্যু এভাবেই লেখা ছিল। এ ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। পুলিশ এলে আমরা সুপারিশ করে আমার ভাইয়ের মরদেহ বাড়িতে নিয়ে যাব।’
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মো. সোহাগ মিয়া বলেন, ‘আজ সকাল পৌনে ১০টার দিকে আরমান মিয়া (২১) নামে একজনকে হাসপাতালে নিয়ে এলে আমরা তাকে মৃত অবস্থায় পাই। ঘটনাস্থলে অথবা পথিমধ্যে তার মৃত্যু হয়ে থাকতে পারে।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসি ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি, আজ সকালে কমলপুর নিউটাউন এলাকায় প্রবাসী উজ্জ্বল মিয়ার ছয়তলা ভবনে রংমিস্ত্রি আরমান কাজ করার সময় অসতর্কাবস্থায় ভবন থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন। তার পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’