ভারতীয় প্রসাধন সামগ্রীসহ সাংবাদিক গ্রেপ্তার

ময়মনসিংহের ধোবাউড়া থেকে ভারতীয় প্রসাধন সামগ্রীসহ ইকবাল কবীর মানিক (৪০) নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় উপজেলার কলসিন্দুর গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান রাত সাড়ে ৯টার দিকে এ খবর নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া ভারতীয় প্রসাধন সামগ্রীর বিষয়ে সাংবাদিক ইকবাল কবীর মানিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি জানান, মানিকের বাড়িতে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা প্রসাধন সামগ্রী রয়েছে—এমন খবর পেয়ে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। পরে তার বাড়ি থেকে তিন বস্তা ভারতীয় প্রসাধন সামগ্রী, একটি ছুড়ি ও খেলনা পিস্তল উদ্ধার করে তা জব্দ করা হয়। তার নামে মামলার প্রস্তুতি চলছে।
ভারতীয় প্রসাধন সামগ্রীসহ গ্রেপ্তার হওয়া মানিক ময়মনসিংহ থেকে প্রকাশিত একটি স্থানীয় দৈনিকের ধোবাউড়া উপজেলা প্রতিনিধি বলে জানা গেছে।