মাদারীপুরে নছিমনের চাপায় প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বালুবোঝাই নছিমনের চাপায় ওয়াহিদুজ্জামান চাঁন মিয়া (৬৫) নামের এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। কালকিনি পৌরসভার চর ঠেঙ্গামারা এলাকায় গতকাল শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নাসির উদ্দিন আজ রোববার সকালে এ খবর নিশ্চিত করেছেন।
ওয়াহিদুজ্জামান চাঁন মিয়া চর ঠেঙ্গামারা এলাকার মৃত আরোজ আলীর ছেলে। তিনি সোনালী ব্যাংকের কালকিনি শাখার সাবেক কর্মকর্তা ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি নাসির উদ্দিন জানান, ওয়াহিদুজ্জামান তাঁর নিজ বাড়িতে পাকা ভবন নির্মাণের জন্য গতকাল শনিবার নছিমনে করে বালু আনছিলেন। রাত ৮টার দিকে নছিমনটি বালু নিয়ে বাড়িতে ঢোকার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়ানো ওয়াহিদুজ্জামানকে চাপা দেয়। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।