লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত বেড়ে ১০

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে এ দুর্ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
আজ বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, সৌদিয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সাঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটানাস্থলেই সাতজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন। আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তারা মারা যান। যাত্রীবাহী বাসটি কক্সবাজারের দিকে এবং মাইক্রোবাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাসটি হেফাজতে নেওয়া হয়েছে।