শার্শায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে ২ যুবক নিহত

যশোরে বুধবার রাতে মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে রাসেল ও জাহিদ নিহত হয়। ছবি : এনটিভি
যশোরের শার্শায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
গতকাল বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টায় যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শার্শার নাভারন বৃত্তিবারিপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে বস্তা ব্যবসায়ী রাসেল (২০) ও একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে শ্রমিক জাহিদ (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাসেল ও জাহিদ মোটরসাইকেল চালিয়ে বেনাপোল পৌর গেটে যাচ্ছিল। পথিমধ্যে শার্শার মিনি স্টেডিয়ামের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাসেল ও জাহিদ নিহত হন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।