মোটরসাইকেল কেনার ৩ দিন পর ট্রাকচাপায় নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/12/10/dinajpur-news-pic.jpg)
দিনাজপুরে ট্রাকচাপায় আসিফ (১৭) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ শহরের উত্তর বালুবাড়ী এলাকার গোলাম কিবরিয়ার ছেলে। সে তিন দিন আগেই মোটরসাইকেলটি কিনেছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে একটি মোটরসাইকেল কিনে আসিফ। আজ দুপুরে সেই মোটরসাইকেল নিয়ে বাসা থেকে উপজেলার কাউগা মোড়ের দিকে যাচ্ছিল সে। পথে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে থাকা স্পিডব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় সে। এ সময় পেছনে থাকা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’