মৌলভীবাজার শহরে সাতটি টিকা রেজিস্ট্রেশন কেন্দ্রের কার্যক্রম শুরু
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে করোনার টিকা রেজিস্ট্রেশনের জন্য শহরের উন্মুক্ত স্থানে সাতটি ফ্রি রেজিস্ট্রেশন কেন্দ্র চালু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে শহরের পশ্চিমবাজার পুলিশ বক্স প্রাঙ্গণে একযোগে এসব রেজিস্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন করা হয়।
ফ্রি রেজিস্ট্রেশন কেন্দ্র কার্যক্রমের উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাকারিয়া।
এ কার্যক্রমে সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক রকি উদ্দিন নিজাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক, ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জালাল আহমদ, নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ আহমদ, আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সেলিম হকসহ অন্যরা।
পৌর মেয়র মো. ফজলুর রহমান বলেন, ‘করোনা রোধে সাধারণ মানুষকে টিকার আওতায় আনতে শহরের সাতটি কেন্দ্রের মাধ্যমে টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৭ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। কেন্দ্রগুলোর টিকা রেজিস্ট্রেশন কর্মী হিসেবে দায়িত্ব পালন করছে মৌলভীবাজার সরকারি কলেজের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদস্যরা।’