টিকা নিতে বাধ্য করা যাবে না : ভারতের সুপ্রিম কোর্ট
করোনাভাইরাসের টিকা নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বলা হয়েছে, কেউ টিকা নিতে না চাইলে তাকে বাধ্য করা যাবে না। এনডিটিভি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের টিকাদান নীতি নিয়ে যুগান্তকারী নির্দেশনায় আজ সোমবার দেশটির সর্বোচ্চ আদালত বলেছে, ‘শারীরিক স্বাধীনতা আইন দ্বারা সুরক্ষিত এবং টিকা নিতে কাউকে বাধ্য করা যাবে না। করোনার সংক্রমণ হার কম থাকলে টিকা না নেওয়া ব্যক্তিকে জনপরিসরে বা কোনো সরকারি সেবায় বাধা না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’
ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি এলএন রাও এবং বিআর গ্যাভাই এই নির্দেশনা দেন। কেন্দ্রীয় সরকারকে করোনার টিকা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশনাও দেওয়া হয়েছে। শিশুদের টিকাদানের বিষয়ে বলা হয়, বৈশ্বিক মান বজায় রেখেই টিকা প্রস্তুত করা হয়েছে এবং তা মান্য করা হচ্ছে। বিশেষজ্ঞদের কাছে এ বিষয়ে দ্বিতীয়বার জানতে চাওয়ার সুযোগ নেই। তবে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া বিষয়ক বিপরীত তথ্যগুলোও প্রকাশ্যে আনা দরকার।