ময়মনসিংহে অটোরিকশা চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার

নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত করে অটোরিকশা চোরচক্রের সন্ধান, তিনজনকে গ্রেপ্তার এবং অটোরিকশাটি উদ্ধার করেছে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস আজ দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- রায়হান মিয়া (১৯), মতিউর রহমান মতি (৩৭) ও মো. রিপন মিয়া। তিনজনই সংঘবদ্ধ অটোরিকশা চুরি ও ক্রয়-বিক্রয় চক্রের সদস্য বলে জানিয়েছেন পিবিআই পুলিশ সুপার।
পিবিআই পুলিশ সুপার জানান, গত ২৪ জুন সকাল ৭টায় ঈশ্বরগঞ্জের মোছা. রুনা আক্তারের একটি অটোরিকশা ভাড়ায় চালাতে নিয়ে রায়হান মিয়া (১৯) নিখোঁজ হন। পরে ৩৪ হাজার ঢাকায় মতিউর রহমান মতির কাছে সেটি বিক্রি করে দেন। এরপর কিছু টাকা নিয়ে স্মার্ট ফোন কিনে রায়হান নারায়ণগঞ্জে আত্মগোপনে চলে যান। সেখানে একটি গোডাউনে শ্রমিকের কাজ নেন। অটোরিকশা চুরি, বিক্রি ও টাকার ভাগবাটোয়ারায় জড়িত প্রমাণিত হওয়া এই তিনজনকেই গ্রেপ্তার করে পিবিআই।
পিবিআই পুলিশ সুপার আরও জানান, মতিউর রহমান মতির জবানবন্দিতে তারাইল থানাধীন কাজল এলাকার মো. রিপন মিয়ার (২৮) কাছ থেকে অটোরিকশা উদ্ধার করা হয়। রায়হান পেশায় অটোচালক এবং অটোরিকশা চোরচক্রের মূল হোতা।